মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি কবির ও সম্পাদক সঞ্জয়

মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি কবির ও সম্পাদক সঞ্জয়

 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরি পরিষদের নির্বাচনে মো. কবির হোসেন সভাপতি এবং সঞ্জয় কুমার গুহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা শহরের প্রেসক্লাবে সুষ্ঠু-সুন্দর উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ ২০২১-২০২২ বছরের ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন। 

সভাপতি কবির হোসেন ও সম্পাদক সঞ্জয় গুহ ছাড়াও শ্যামল ঘোষ সহসভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বীতায়), কামরুল ইসলাম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক, সোহরাব হোসেন সোহাগ সাংগঠনিক সম্পাদক, রবীন স্বরভাগ্য প্রচার সম্পাদক, মাহাতাবুর রহমান চঞ্চল কোষাধ্যক্ষ এবং অজয় গুহ ও ইউনুছ চৌধুরী নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ এই তথ্য নিশ্চিত করেছেন।